মাক্কাহ বিজয়ের দিন রাসূলুল্লাহ (সাঃ)-এর সূরাহ ফাতহ্ পড়ার বর্ণনা।

৪৫৭. আবদুল্লাহ ইবনি মুগাফ্‌ফাল [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, মাক্কাহ বিজয়ের দিন আমি আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]-কে তাহাঁর উটনীর উপর দেখেছি, তিনি তারজী* করে সূরাহ ফাত্‌হ তিলাওয়াত করছেন। বর্ণনাকারী মুআবিয়া ইবনি কুররা [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, যদি আমার চারপাশে লোকজন জমায়েত হওয়ার আশঙ্কা না থাকত, তা হলে উবাইদুল্লাহ ইবনি মুগাফ্‌ফাল [রাদি.] আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]-এর তিলাওয়াত বর্ণনা করিতে যেভাবে তারজী করেছিলেন আমিও ঠিক সে রকমে তারজী করে তিলাওয়াত করতাম।

[বোখারী পর্ব ৬৪ : /৪৮ হাঃ ৪২৮১, মুসলিম ৬/৩৫ হাঃ ৭৯৪] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles