৯৮০. হাকীম ইবনি হিযাম [রাদি.] হইতে বর্ণিতঃ
আল্লাহ্র রসূল [সাঃআঃ] বলেছেন, ক্রেতা-বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয়, ততক্ষণ তাহাদের ইখতিয়ার থাকিবে [ক্রয়-বিক্রয় সম্পন্ন করা বা বাতিল করা]। যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাহাদের ক্রয়-বিক্রয়ে বরকত হইবে আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাহাদের ক্রয়-বিক্রয়ের বরকত মুছে ফেলা হয়।
[বোখারী পর্ব ৩৪ : /১৯, হাঃ ২০৭৯; মুসলিম ২১/১০, হাঃ ১৫৩২] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস