বৃষ্টির কারণে আবাসস্থলে সলাত আদায় করা।

৪০৪. নাফি [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, ইবনি উমার [রাদি.] একদা তীব্র শীত ও বাতাসের রাতে সলাতের আযান দিলেন। অতঃপর ঘোষণা করিলেন, أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ প্রত্যেকেই নিজ নিজ আবাসস্থলে সলাত আদায় করে নাও, অতঃপর তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] প্রচণ্ড শীত ও বৃষ্টির রাত হলে মুআয্‌যিনকে এ কথা বলার নির্দেশ দিতেন-

أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ

“প্রত্যেকে নিজ নিজ আবাসস্থলে সলাত আদায় করে নাও।”

[বোখারী পর্ব ১০ : /৪০ হাঃ ৬৬৬, মুসলিম ৬/৩ হাঃ ৬৯৭] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৪০৫. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ

বর্ণিত। তিনি তাহাঁর মুয়ায্‌যিনকে এক প্রবল বর্ষণের দিনে বলিলেন, যখন তুমি [আযানে] আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ বলবে,

أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ

তখন

حَيَّ عَلَى الصَّلاَةِ

হাইয়া আলাস্ সালাহ্ বলবে না, বলবে,

صَلُّوا فِي بُيوتِكُمْ

“সাল্লু ফী বুয়ুতিকুম” তোমরা নিজ নিজ বাসগৃহে সলাত আদায় কর। তা লোকেরা অপছন্দ করিল। তখন তিনি বললেনঃ আমার চেয়ে উত্তম ব্যক্তিই [রাসূলুল্লাহ্ [সাঃআঃ]] তা করিয়াছেন। জুমুআহ নিঃসন্দেহে জরুরী। আমি অপছন্দ করি, তোমাদেরকে মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলতে।

[বোখারী পর্ব ১১ : /১৪ হাঃ ৯০১, মুসলিম ৬/৩ হাঃ ৬৯৯] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles