বিশ্বাসঘাতকতা হারাম।

১১৩২.ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ প্রতিজ্ঞা ভঙ্গকারীর জন্য ক্বিয়ামাত দিবসে একটা পতাকা স্থাপন করা হইবে। আর বলা হইবে যে, এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন।

বোখারী পর্ব ৭৮ অধ্যায় ৯৯ হাদীস নং ৬১৭৮; মুসলিম ৩২/৪, হাঃ ১৭৬৫


১১৩৩. আবদুল্লাহ ইবনি মাসউদ হইতে বর্ণিতঃ

আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীর জন্য ক্বিয়ামাতের দিন একটি পতাকা হইবে এবং তা দিয়ে তার পরিচয় দেয়া হইবে।

বোখারী পর্ব ৫৮ অধ্যায় ২২ হাদীস নং ৩১৮৬-৩১৮৭; মুসলিম ৩২/৪ হাঃ ১৭৩৬

Was this article helpful?

Related Articles