বিপদ পতিত হলে যে দোয়া পড়তে হয়

নবী করীম (সা) ইরশাদ করেছেন, দুর্বল ঈমানদার অপেক্ষা অধিকতর ক্ষমতাবান ঈমানদার আল্লাহর নিকট বেশি নপ্রিয়। প্রত্যেক বস্তুতেই (কিছু না কিছু) কল্যাণ বিদ্যমান আছে। যা তোমাকে উপকৃত করবে তুমি তার আশাবাদী হও। আর আল্লাহ তায়ালার নিকট সাহায্য প্রার্থনা করো এবং নিজেকে পরাভূত মনে করো না। যদি কোনো কিছু (দুঃখ কষ্ট বা বিপদ আপদ) তোমার ওপর আসে, তবে সেই অবস্থায় একথা বলো না যে, যদি আমি এ কাজ করতাম বরং বলো, মহান আল্লাহ তা নির্ধারণ করেছেন বলে ঘটেছে, তিনি যা ইচ্ছা করেন তা সংঘটিত হয়। কেননা, ‘যদি’ কথাটি শয়তানের কুমন্ত্রনার রাস্তা উন্মুক্ত করে দেয়। (মুসলিম-৪-২০৫২)

Was this article helpful?

Related Articles