ফরজ সলাতের আগে ও পরে সুন্নাতে রাতেবা বা নিয়মিত সুন্নাতের ফাযীলাত ও তার সংখ্যা।

৪২৩. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নাবী [সাঃআঃ] এর সঙ্গে যুহরের পুর্বে দু রাকআত, যুহরের পর দুরাকআত, মাগরিবের পর দুরাকআত, ইশার পর দুরাকআত এবং জুমুআহ্‌র পর দুরাকআত সলাত আদায় করছি। তবে মাগরিব ও ইশার পরের সলাত তিনি তাহাঁর ঘরে আদায় করিতেন। ইবনি উমার [রাদি.] আরও বলেন, আমার বোন [উম্মুল মুমিনীন] হাফসাহ [রাদি.] আমাকে হাদীস শুনিয়েছেন যে, নাবী [সাঃআঃ] ফাযর হবার পর সংক্ষিপ্ত দুরাকআত সলাত আদায় করিতেন। [ইবনি উমার [রাদি.] বলেন,] এটি ছিল এমন একটি সময়, যখন আমরা কেউ নাবী -এর খিদমতে হাযির হতাম না। ইবনি আবু যিনাদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেছেন, মূসা ইবনি উক্বা [রাদি.] নাফি [রহমাতুল্লাহি আলাইহি] হইতে ইশার পরে তাহাঁর পরিজনের মধ্যে কথাটি বর্ণনা করিয়াছেন।

[বোখারী পর্ব ১৯ : /২৯ হাঃ ১১৭৩, মুসলিম ৬/১৫, হাঃ ৭২৯] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles