প্রথমে পানকারীর পর দুধ, পানি বা এ জাতীয় বস্তুর পাত্র ডান দিক থেকে ঘুরান মুস্তাহাব।

১৩১৮. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের এই ঘরে আগমন করিলেন এবং কিছু পান করিতে চাইলেন। আমরা আমাদের একটা বকরীর দুধ দোহন করে তাতে আমাদের এই কুয়ার পানি মিশালাম। অতঃপর তা সম্মুখে পেশ করলাম। এ সময় আবু বকর [রাদি.] ছিলেন তাহাঁর বামে, উমার [রাদি.] ছিলেন তাহাঁর সম্মুখে, আর এক বেদুঈন ছিলেন তাহাঁর ডানে। তিনি যখন পান শেষ করিলেন, তখন উমার বলিলেন, ইনি আবু বকর; কিন্তু রসূল [সাঃআঃ] বেদুঈনকে তার অবশিষ্ট পানি দান করিলেন। অতঃপর বলিলেন, ডান দিকের ব্যক্তিদেরকেই [অগ্রাধিকার], ডান দিকের ব্যক্তিদের [অগ্রাধিকার] শোন! ডান দিক থেকেই শুরু করিবে। আনাস [রাদি.] বলেন, এটাই সুন্নাত, এটাই সুন্নাত, এটাই সুন্নাত।

[বোখারী পর্ব ৫১ অধ্যায় ৪ হাদীস নং ২৫৭১; মুসলিম ৩৬/১৭, হাঃ ২০২৯]


১৩১৯. সাহল ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর নিকট একটি পিয়ালা আনা হল। তিনি তা হইতে পান করিলেন। তখন তাহাঁর ডান দিকে ছিল একজন বয়ঃকনিষ্ঠ বালক আর বয়স্ক লোকেরা ছিলেন তাহাঁর বাম দিকে। তিনি বলিলেন, হে বালক! তুমি কি আমাকে অবশিষ্ট [পানিটুকু] বয়স্কদেরকে দেয়ার অনুমতি দিবে? সে বলিল, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আপনার নিকট থেকে ফাযীলাত পাওয়ার ব্যাপারে আমি আমার চেয়ে অন্য কাউকে প্রাধান্য দিব না। অতঃপর তিনি তা তাকে প্রদান করিলেন।

[বোখারী পর্ব ৪২ অধ্যায় ১ হাদীস নং ২৩৫১; মুসলিম ৩৬/১৭, হাঃ ২০৩০]

Was this article helpful?

Related Articles