পেশাব-পায়খানা করার সময় কাবার দিকে মুখ বা পিঠ না করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা।

১৪৮. আবু আইয়ূব আনসারী [রাদি.] হইতে বর্ণিতঃ

আবু আইয়ূব আনসারী [রাদি.] হইতে বর্ণিত যে, নাবী [সাঃআঃ] বলেছেনঃ যখন তোমরা পায়খানা করিতে যাও, তখন কিবলাহর দিকে মুখ করিবে না কিংবা পিঠও দিবে না, বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে।

আবু আইয়ূব আনসারী [রাদি.] বলেনঃ আমরা যখন সিরিয়ায় এলাম তখন পায়খানাগুলো কিবলামুখী বানানো পেলাম। আমরা কিছুটা ঘুরে বসতাম এবং আল্লাহ তাআলার নিকট তাওবাহ ইসতেগফার করতাম।

[বোখারী পর্ব ৮ : /২৯ হাঃ ৩৯৪, মুসলিম ২/১৭ হাঃ ২৬৪] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৪৯. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিত, তিনি বলেনঃ লোকে বলে পেশাব পায়খানা করার সময় কিবলার দিকে এবং বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে বসবে না। আবদুল্লাহ্ ইব্ন উমার [রাদি.] বলেন, আমি একদা আমাদের ঘরের ছাদে উঠলাম। অতঃপর রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-কে দেখলাম বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে দুটি ইটের উপর স্বীয় প্রয়োজনে বসেছেন।

[বোখারী পর্ব ৪ : /১২ হাঃ ১৪৫, মুসলিম ২/১৭, হাঃ ২৬৬] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৫০. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বিশেষ এক প্রয়োজনে হাফসাহ [রাদি.]-এর ঘরের ছাদে উঠলাম। তখন দেখলাম, রাসূলুল্লাহ [সাঃআঃ] কিবলার দিকে পিঠ দিয়ে শাম-এর দিকে মুখ করে তাহাঁর প্রয়োজনে বসেছেন।

[বোখারী পর্ব ৪ : /১৪ হাঃ ১৪৮, মুসলিম ২/১৭ হাঃ ২৬৬] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles