পেশাব-পায়খানায় পানি দ্বারা ইস্তিন্জা করা।

১৫৩. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রসূল [সাঃআঃ] যখন পায়খানায় যেতেন তখন আমি এবং একটি ছেলে পানির পাত্র এবং আনাযাহ নিয়ে যেতাম। তিনি পানি দ্বারা শৌচকার্য করিতেন।

[বোখারী পর্ব ৪ : /১৭ হাঃ ১৫২, মুসলিম ২/২১, হাঃ ২৭১] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৫৪. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রসূল [সাঃআঃ] প্রাকৃতিক প্রয়োজনে বের হলে আমি তাহাঁর নিকট পানি নিয়ে যেতাম। তিনি তা দিয়ে শৌচকার্য করিতেন।

[বোখারী পর্ব ৪ : /৫৬ হাঃ ২১৭, মুসলিম ২/২১, হাঃ ২৭১] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles