নাযর পূর্ণ করার নির্দেশ।

১০৬১. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ

সাদ্ ইবনি উবাদাহ [রাদি.] রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট জানতে চাইলেন যে, আমার মা মারা গেছেন এবং তার উপর মান্নত ছিল, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, তুমি তার পক্ষ থেকে তা পূর্ণ কর।

[বোখারী পর্ব ৫৫ অধ্যায় ১৯ হাদীস নং ২৭৬১; মুসলিম ২৬/১ হাঃ ১৬৩৮] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles