১১৭৬. উসামাহ ইবনি যায়দ [রাদি.] হইতে বর্ণিতঃ
একবার নাবী [সাঃআঃ] এমন একটি গাধার উপর সাওয়ার হলেন, যার জ্বীনের নীচে ফাদাকের তৈরী একখানি চাদর ছিল। তিনি উসামাহ ইবনি যায়দকে নিজের পেছনে বসিয়েছিলেন। তখন তিনি হারিস ইবনি খাযরাজ গোত্রের সাদ ইবনি উবাদাহ [রাদি.]-এর দেখাশোনার উদ্দেশে রওয়ানা হচ্ছিলেন। এটি ছিল বদর যুদ্ধের আগের ঘটনা। তিনি এমন এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে মুসলিম, প্রতিমাপূজক, মুশরিক ও ইয়াহূদী ছিল। তাহাদের মধ্যে আবদুল্লাহ ইবনি উবাই ইবনি সালূলও ছিল। আর এ মজলিসে আবদুল্লাহ ইবনি রাওয়াহা [রাদি.]-ও উপস্থিত ছিলেন। যখন সাওয়ারীর পদাঘাতে উড়ন্ত ধূলাবালি মজলিসকে ঢেকে ফেলছিল তখন আবদুল্লাহ ইবনি উবাই তার চাদর দিয়ে তার নাক ঢাকল। তারপর বললঃ তোমরা আমাদের উপর ধূলাবালি উড়িয়ো না। তখন নাবী [সাঃআঃ] তাহাদের সালাম করিলেন। তারপর এখানে থামলেন ও সাওয়ারী থেকে নেমে তাহাদের আল্লাহ্র প্রতি আহ্বান করিলেন এবং তাহাদের কাছে কুরআন পাঠ করিলেন। তখন আবদুল্লাহ ইবনি উবাই ইবনি সালূল বললঃ হে আগত ব্যক্তি! আপনার এ কথার চেয়ে সুন্দর আর কিছু নেই। তবে আপনি যা বলছেন, যদিও তা সত্য, তবুও আপনি আমাদের মজলিসে এসব বলে আমাদের বিরক্ত করবেন না। আপনি আপনার নিজ ঠিকানায় ফিরে যান। এরপর আমাদের মধ্য থেকে কেউ আপনার নিকট গেলে তাকে এসব কথা বলবেন। তখন ইবনি রাওয়াহা [রাদি.] বলিলেন, হে আল্লাহ্র রসূল [সাঃআঃ]! আপনি আমাদের মজলিসে আসবেন, আমরা এসব কথা পছন্দ করি। তখন মুসলিম, মুশরিক ও ইয়াহূদীদের মধ্যে পরস্পর গালাগালি শুরু হয়ে গেল। এমনকি তারা একে অন্যের উপর আক্রমণ করিতে উদ্যত হল। তখন রাসূলুল্লাহ [সাঃআঃ] তাহাদের থামাতে লাগলেন। অবশেষে তিনি তাহাঁর সাওয়ারীতে আরোহণ করে রওয়ানা হলেন এবং সাদ ইবনি উবাদাহ্ র কাছে পৌঁছলেন। তারপর তিনি বলিলেন, হে সাদ! আবু হুবাব অর্থাৎ আবদুল্লাহ ইবনি উবাই কী বলেছে, তা কি তুমি শুনোনি? সাদ [রাদি.] বললেনঃ সে এমন কথাবার্তা বলেছে। তিনি আরো বললেনঃ হে আল্লাহ্র রসূল [সাঃআঃ]! আপনি তাকে মাফ করে দিন। আর তার কথা ছেড়ে দিন। আল্লাহ্র কসম! আল্লাহ তাআলা আপনাকে যে সব নিয়ামত দান করার ছিল তা সবই দান করিয়াছেন। পক্ষান্তরে এ শহরের অধিবাসীরা তো পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা তাকে রাজ মুকুট পরাবে। আর তার মাথায় রাজকীয় পাগড়ী বেঁধে দিবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে দীনে হক দান করিয়াছেন, তা দিয়ে তিনি তাহাদের সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছেন। ফলে সে [ক্ষোভানলে] জ্বলছে। এজন্যই সে আপনার সঙ্গে যে আচরণ করেছে, তা আপনি নিজেই প্রত্যক্ষ করিয়াছেন। তারপর নাবী [সাঃআঃ] তাকে মাফ করে দিলেন।
[বোখারী পর্ব ৭৯ অধ্যায় ২০ হাদীস নং ৬২৫৪; মুসলিম ৩২/৪০, ১৭৯৮]
১১৭৭. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ]-কে বলা হলো, আপনি যদি আবদুল্লাহ্ ইবনে উবাইয়ের নিকট একটু যেতেন। নাবী [সাঃআঃ] তাহাঁর নিকট গাধায় চড়ে গেলেন এবং মুসলিমরা তাহাঁর সঙ্গে হেটে চললো। সে পথ ছিল কংকরময়। নাবী [সাঃআঃ] তার নিকট এসে পৌঁছলে সে বলিল, সরো আমার কাছ থেকে। আল্লাহ্র কসম, তোমার গাধার দুর্গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে। তাঁদের মধ্য হইতে একজন আনসারী বললোঃ আল্লাহ্র কসম, আল্লাহর রসূল [সাঃআঃ]-এর গাধা সুগন্ধে তোমার চেয়ে উত্তম। আবদুল্লাহ্ ইবনে উবাই-এর গোত্রের এক ব্যক্তি রেগে গেল এবং দুজনে গালাগালি করিল। এভাবে উভয়ের পক্ষের সঙ্গীরা রেগে উঠল এবং উভয় দলের সঙ্গে লাঠালাঠি, হাতাহাতি ও জুতা মারামারি হল। আমাদের জানান হয়েছে যে, এ ব্যাপারে এ আয়াত নাযিল হলোঃ
وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا
মুমিনদের দুদল বিবাদে লিপ্ত হলে তোমরা তাহাদের মধ্যে মীমাংসা করে দিবে [সূরা আল-হুজরাত ৪৯/৯]।
[বোখারী পর্ব ৫৩ অধ্যায় ১ হাদীস নং ২৬৯১; মুসলিম ৩২/৪০, হাঃ ১৭৯৯]