নাবী (সাঃ)-এর আংটি পরিধান করা, যখন তিনি অনারবদের নিকট পত্র লেখার ইচ্ছে করিলেন।

১৩৫৬. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] একখানা পত্র লিখলেন অথবা একখানা পত্র লিখতে ইচ্ছে পোষণ করিলেন। তখন তাঁকে বলা হল, তারা [রোমবাসী ও অনারবরা] সীলমোহর ব্যতীত কোন পত্র পাঠ করেনা। অতঃপর তিনি রূপার একটি আংটি [মোহর] তৈরি করিয়ে নিলেন যাতে খোদিত ছিল [মুহাম্মাদুর রাসূলুল্লাহ]। আমি যেন তাহাঁর হাতে সে আংটির শুভ্রতা দেখিতে পাচ্ছি।

[বোখারী পর্ব ৩ অধ্যায় ৭ হাদীস নং ৬৫; মুসলিম ৩৭/১২ হাঃ ২০৯২] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles