নাবী মুহাম্মাদ (সাঃ)-র অনুসরণের অপরিহার্যতা।

১৫১৯. আবদুল্লাহ ইবনি যুবাইর [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, এক আনসারী নাবী [সাঃআঃ]-এর সামনে যুবাইর [রাদি.]-এর সঙ্গে হাররার নালার পানির ব্যাপারে ঝগড়া করিল যে পানি দ্বারা খেজুর বাগান সিঞ্চন করত। আনসারী বলিল, নালার পানি ছেড়ে দিন, যাতে তা [প্রবাহিত থাকে] কিন্তু যুবাইর [রাদি.] তা দিতে অস্বীকার করেন। তারা দুজনে নাবী [সাঃআঃ]-এর নিকটে এ নিয়ে বিতর্কে লিপ্ত হলে আল্লাহর রসূল [সাঃআঃ] যুবাইর[রাদি.]-কে বলিলেন, হে যুবাইর! তোমার যমীনে [প্রথমে] সিঞ্চন করে নাও। এরপর তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। এতে আনসারী অসন্তুষ্ট হয়ে বলিল, সে তো আপনার ফুফাতো ভাই। এতে আল্লাহর রসূল [সাঃআঃ]-এর চেহারায় অসন্তুষ্টির লক্ষণ প্রকাশ পেল। এরপর তিনি বলিলেন, হে যুবাইর! তুমি নিজের জমি সিঞ্চন কর। এরপর পানি আটকে রাখ, যাতে তা বাঁধ পর্যন্ত পৌঁছে।

[বোখারী পর্ব ৪২ অধ্যায় ৬ হাদীস নং ২৩৫৯; মুসলিম ৪৩/৩৬ হাঃ ২৩৫৭]


১৫২০. যুবাইর [রাদি.] হইতে বর্ণিতঃ

আমার ধারণা এ আয়াতটি এ সম্পর্কে নাযিল হয়েছেঃ

“তোমার রবের কসম, তারা মুমিন হইবে না যতক্ষণ পর্যন্ত তারা তাহাদের নিজেদের বিবাদ-বিসম্বাদের বিচার-ভার আপনার উপর অর্পণ না করে” [আন-নিসা ৬৫]। [আর-বী]

[বোখারী পর্ব ৪২ অধ্যায় ৬ হাদীস নং ২৩৬০; মুসলিম ৪৩/৩৬ হাঃ ২৩৫৭]

Was this article helpful?

Related Articles