নাবিজ পান করা ও পাত্র ঢেকে রাখা।

১৩০৯. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আবু হুমাইদ [রাদি.] এক পাত্রে দুধ নিয়ে আসলেন। রাসূলুল্লাহ [সাঃআঃ] তাঁকে বললেনঃ এটিকে ঢেকে রাখলে না কেন? এর উপর একটি কাঠি দিয়ে হলেও ঢেকে রাখা উচিত ছিল।

[বোখারী পর্ব ৭৪ অধ্যায় ১২ হাদীস নং ৫৬০৫; মুসলিম ৩৬/১১, ২০১০]

Was this article helpful?

Related Articles