৩৮৬. মায়মূনাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আল্লাহর রসূল [সাঃআঃ] যখন সলাত আদায় করিতেন তখন হায়েয অবস্থায় থাকা সত্ত্বেও আমি তাহাঁর বরাবর বসে থাকতাম। কখনো কখনো তিনি সাজদাহ করার সময় তাহাঁর কাপড় আমার গায়ে লাগতো। আর তিনি ছোট চাটাইয়ের উপর সলাত আদায় করিতেন।
[বোখারী পর্ব ৮ : /১৯ হাঃ ৩৭৯, মুসলিম ৫/৪৮, হাঃ ৫১৩] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস