নফল সলাত ঘরে আদায় করা

ঘরে নফল সলাত আদায় করার ফাদীলাতের ব্যাপারে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

‘একজন ব্যক্তির সর্বোত্তম সলাত হচ্ছে ঘরে, ফরয সলাত ব্যতীত।*১৭৮

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীসে আরও বর্ণিত রয়েছে, ‘একজন ব্যক্তির নফল সলাত আদায় করা (এমন জায়গায়) যেখানে কেউ তাকে দেখতে পায় না, তা পচিশগুন বেশী ঐ সলাত থেকে যেখানে লোকেরা তাকে দেখতে পায়।*১৭৯

এই সুনড়বাহটি দিনে রাতে অনেক বার পুনরাবৃত্তি হয়ে থাকে। একজন ব্যক্তি তার ঘরে (নফল) সলাতগুলো আদায় করতে পারে সুনড়বাহকে পূরণ এবং তার আযর বাড়ানোর জন্য।

নফল সলাতগুলো ঘরে কায়েম করার মাধমে-

  • প্রশান্তি এবং ইখলাস বৃদ্ধি করতে পারে।
  • লোক দেখানো থেকে দূরে থাকতে পারে।
  • তার ঘরে আল্লাহর রহমাহ নাজিল হয়।
  • শয়তানকে দূরে রাখে।
  • বহুগুণ সওয়াব লাভ হয়, যেমন ফারদ সলাত মসজিদে আদায় করলে বহুগুন সওয়াব লাভ করা যায়।

 

 

 


*১৭৮ মুসনাদে আবু ইয়ালা হা/৩৮২১, আলবানী সহীহ বলে চিহ্নিত করেছেন।
*১৭৯ সহীহ তারগীব ওয়াত তারহীব হা/৪৩৮, আলবানী সহীহ বলে চিহ্নিত করেছেন।

Was this article helpful?

Related Articles