ধার্মিকা মহিলাকে বিবাহ করা মুস্তাহাব ।

৯২৮. আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে শাদী করা যায়- তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারী। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে। অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হইবে।

[বোখারী পর্ব ৬৭ : /১৫, হাঃ ৫০৯০; মুসলিম ১৭/১৫, হাঃ ১৪৬৬]

 


বিঃ দ্রঃ  ইসলামের দৃষ্টিতে কি ধরনের মহিলাকে বিয়ে করা প্রাধান্য দেয়া উচিত

Was this article helpful?

Related Articles