দ্বীনের নাসীহাত ইত্যাদি প্রদানের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা।

১৭৯৬. আবু ওয়াইল [রাদি.] থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ ইবনি মাসঊদ [রাদি.] প্রতি বৃহস্পতিবার লোকদের নসীহত করতেন। তাঁকে একজন বলল, হে আবু আবদুর রহমান! আমার ইচ্ছে জাগে, যেন আপনি প্রতিদিন আমাদের নসীহত করেন। তিনি বললেনঃ এ কাজ থেকে আমাকে যা বাধা দেয় তা হচ্ছে, আমি তোমাদেরকে ক্লান্ত করতে পছন্দ করি না। আর আমি নসীহত করার ব্যাপারে তোমাদের [অবস্থার] প্রতি খেয়াল রাখি, নাবী [সাঃআঃ] ক্লান্তির আশংকায় আমাদের প্রতি যেমন লক্ষ্য রাখতেন।

[বুখারী পর্ব ৩ অধ্যায় ১২ হাদীস নং ৭০; মুসলিম ৫০ অধ্যায় ১৯ হাঃ ২৮২১], মুনাফিক -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles