দুধপানকারী শিশুর পেশাবের বিধান এবং তা ধৌত করার পদ্ধতি।

১৬৩. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ

আয়েশা [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর খিদমতে শিশুদের নিয়ে আসা হতো। তিনি তাঁদের জন্য দুআ করিতেন। একবার একটি শিশুকে আনা হলো। শিশুটি তাহাঁর কাপড়ের উপর পেশাব করে দিল। তিনি কিছু পানি আনালেন এবং তা তিনি কাপড়ের উপর ছিটিয়ে দিলেন আর তিনি কাপড় ধুলেন না।

[বোখারী পর্ব ৮০ : /৩ হাঃ ৬৩৫৫, মুসলিম ২/৩১, হাঃ ২৮৬] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৬৪. উম্মু কায়স বিনত মিহসান [রাদি.] হইতে বর্ণিতঃ

উম্মু কায়স বিনত মিহসান [রাদি.] হইতে বর্ণিত। তিনি তাহাঁর এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহর রসূল [সাঃআঃ]-এর নিকট এলেন যে তখনো খাবার খেতে শিখেনি। আল্লাহর রসূল [সাঃআঃ] শিশুটিকে তাহাঁর কোলে বসালেন। তখন সে তাহাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন এবং তা ধৌত করিলেন না।*

[বোখারী পর্ব ৪ : /৫৯ হাঃ ২২৩, মুসলিম ২/৩১, হাঃ ২৮৭] * পেশাব অপবিত্র। তবে পেশাব লেগে যাওয়া বস্তুকে পবিত্র করার পদ্ধতি দুরকম। একঃ প্রাপ্ত বয়স্ক ব্যক্তি অথবা দুগ্ধপোষ্য মেয়ে হলে তার পেশাব অবশ্যই ধুয়ে ফেলতে হইবে। দুইঃ যদি দুগ্ধপোষ্য ছেলে হয় তবে পানির ছিটা দিলে তা পবিত্র হয়ে যাবে। ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles