ত্বওয়াফ করার সময় রুকনে ইয়ামানীদ্বয়কে স্পর্র্শ করা এবং অপর দুটি রুকন স্পর্শ না করা মুস্তাহাব।

৭৯৭. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, যখন হইতে রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-কে [তাওয়াফ করার সময়] এ দুটি রুকন ইসতিলাম [চুমু] করিতে দেখেছি, তখন হইতে ভীড় থাকুক বা নাই থাকুক কোন অবস্থাতেই এ দু-এর ইসতিলাম [চুমু] করা বাদ দেইনি।

[বোখারী পর্ব ২৫/৫৭ হাঃ ১৬০৬, মুসলিম পর্ব ১৫/৪০, হাঃ ১২৬৮, আহমাদ ৪৮৮৭] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৭৯৮. আবুশ-শাসা [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, কে আছে বায়তুল্লাহর কোন অংশ [কোন রুকনের ইস্‌তিলাম] ছেড়ে দেয়; মুআবিয়াহ [রাদি.] [চার] রুকনের ইস্‌তিলাম করিতেন। ইবনি আব্বাস [রাদি.] তাঁকে বলিলেন, আমরা এ দুরুকন-এর চুম্বন করি না।

[বোখারী পর্ব ২৫/৫৯ হাঃ ১৬০৮, মুসলিম পর্ব ১৫/৪০ হাঃ ১২৭২] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles