জানাযাহ্‌র তাকবীর সংক্রান্ত।

৫৫৫. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ

নাজাশী যেদিন মারা যান সেদিন-ই আল্লাহর রসূল [সাঃআঃ] তাহাঁর মৃত্যুর খবর দেন এবং জানাযাহ্র স্থানে গিয়ে লোকদের কাতারবন্দী করে চার তাক্‌বীর আদায় করিলেন।

[বোখারী পর্ব ২৩ : /৪ হাঃ ১২৪৫, মুসলিম ১১/২২, হাঃ ৯৫১] জানাজা ও মৃতের জন্য করনীয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৫৬. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ]নাজাশীর মৃত্যুর দিনই আমাদের তাহাঁর মৃত্যুর খবর জানান এবং ইরশাদ করেনঃ তোমরা তোমাদের ভাই-এর [নাজাশীর] জন্য ক্ষমা প্রার্থনা কর।

[বোখারী পর্ব ২৩ : /৬১ হাঃ ১৩২৭, মুসলিম ১১/২২ হাঃ ৯৫১] জানাজা ও মৃতের জন্য করনীয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৫৭. জাবির [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] আসহামা নাজাশীর জানাযার সলাত আদায় করিলেন, তাতে তিনি চার তাক্‌বীর দিলেন। ইয়াযীদ ইবনি হারূন ও আবদুস্ সামাদ [রহমাতুল্লাহি আলাইহি] সালীম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে ====== শব্দটি উল্লেখ করেন

। [বোখারী পর্ব ২৩ : /৬৫ হাঃ ১৩৩৪, মুসলিম ১১/২২ হাঃ ৯৫২] জানাজা ও মৃতের জন্য করনীয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৫৮. জাবির ইবনি আবদুল্লাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] বললেনঃ আজ হাবাশা দেশের [আবিসিনিয়ার] একজন পুণ্যবান লোকের মৃত্যু হয়েছে, তোমরা এসো তাহাঁর জন্য [জানাযার] সলাত আদায় কর। বর্ণনাকারী বলেন, আমরা তখন কাতারবন্দী হয়ে দাঁড়ালে নাবী [সাঃআঃ] [জানাযার] সলাত আদায় করিলেন, আমরা ছিলাম কয়েক কাতার। আবু যুবাইর [রহমাতুল্লাহি আলাইহি] জাবির [রাদি.] হইতে বর্ণনা করেন, জাবির [রাদি.] বলেছেন, আমি দ্বিতীয় কাতারে ছিলাম

। [বোখারী পর্ব২৩ : /৫৫ হাঃ ১৩২০, মুসলিম ১১/২২ হাঃ ৯৫২] জানাজা ও মৃতের জন্য করনীয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles