জানাযার সলাত ও তার পিছে অনুগমনের ফাযীলাত।

৫৫১. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি মৃতের জন্য সলাত আদায় করা পর্যন্ত জানাযায় উপস্থিত থাকিবে, তার জন্য এক কীরাত, আর যে ব্যক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকিবে তার জন্য দু কীরাত। জিজ্ঞেস করা হল দু কীরাত কী? তিনি বলিলেন, দুটি বিশাল পর্বত সমতুল্য [সাওয়াব]।

[বোখারী পর্ব ২৩ : /৫৯ হাঃ ১৩২৫, মুসলিম ১১/১৭, হাঃ ৯৪৫] জানাজা ও মৃতের জন্য করনীয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৫২. আবু হুরায়রাহ ও আয়েশা [রাযি] হইতে বর্ণিতঃ

ইবনি উমার [রাদি.] বর্ণনা করিয়াছেন, আবু হুরায়রাহ [রাদি.] বলিতেন, যে ব্যক্তি জানাযার অনুসরণ করলো তার জন্য এক কীরাত। তিনি অতিরিক্ত বলেছেন এ বিষয়ে আবু হুরাইরা [রাদি.]-কে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, আমিও আল্লাহর রসূল [সাঃআঃ]-কে এ হাদীস বলিতে শুনিয়াছি। ইবনি উমার [রাদি.] বলিলেন, তা হলে তো আমরা অনেক কীরাত [সাওয়াব] হারিয়ে ফেলেছি। ………….. এর অর্থ আল্লাহ্‌র আদেশ খুইয়েছি।

[বোখারী পর্ব ২৩ : /৫৮ হাঃ ১৩২৪, মুসলিম ১১/১৭ হাঃ ৯৪৫] জানাজা ও মৃতের জন্য করনীয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles