১। ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করাঃ
‘যখন একজন ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় এবং খাবার সময়, শয়তান বলে (অন্য শয়তানকে) তোমাদের জন্য কোন বাসস্থান ও নেই এবং কোন খাবারও নয়।*৩৬
২। ঘরে প্রবেশের দো’আ পাঠ করাঃ
অর্থঃ‘ হে আল্লাহ! আমি আপনার নিকট সর্বোত্তম প্রবেশ এবং সর্বোত্তম বের হওয়া কামনা করি। আল্লাহর নামেই আমরা প্রবেশ করি এবং আল্লাহর নামেই আমরা বের হই এবং আমাদের রবের প্রতি আমরা তাওয়াক্কাল করি….অতঃপর ঘরের অধিবাসীদেরকে সালাম দেয়া।*৩৭
৩। মিসওয়াক করা।*৩৮
৪। সালাম দেয়া। (সূরা, আন নুর ২৪ঃ৬১)।
৫। নিন্মের দো’আ পাঠ করে ঘর থেকে বে হওয়াঃ
অর্থঃ ‘আল্লাহর নামে, আমি আল্লাহরই উপর তাওয়াক্কাল করছি এবং আল্লাহ ব্যতীত কোন সামর্থ এবং শক্তি নেই।’
যে এটা বলে তাকে বলা হয়ঃ
‘তোমার জন্য যথেষ্ট হবে এবং তুমি নিরাপত্তা পাবে এবং শয়তান পশ্চাদপসরণ করেছে।*৩৯
*৩৬ মুসলিম, হা/২০১৮। *৩৭ আবু দাউদ, হা/৫০৯৬। *৩৮ মুসলিম, হা/২৫৩। *৩৯ আবু দাউদ, হা/৫০৯৬ এবং আত তিরমিজি, হা/ ৩৪২৬।