খাদ্যের বিনিময়ে আবাদি জমি ভাড়া দেয়া ।

৯৯৭. যুহাইর [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, একটি কাজ আমাদের উপকারী ছিল, যা করিতে আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] আমাদের নিষেধ করিলেন। আমি বললাম, আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] যা বলেছেন তাই সঠিক। যুহাইর [রাদি.] বলিলেন, আমাকে ডেকে জিজ্ঞেস করিলেন, তোমরা তোমাদের ক্ষেত-খামার কিভাবে চাষাবাদ কর? আমি বললাম, আমরা নদীর তীরের ফসলের শর্তে অথবা খেজুর ও যবের নির্দিষ্ট কয়েক ওসাক প্রদানের শর্তে জমি ইজারাহ দিয়ে থাকি। নাবী [সাঃআঃ] বলিলেন, তোমরা এরূপ করিবে না। তোমরা নিজেরা তা চাষ করিবে অথবা অন্য কাউকে দিয়ে চাষ করাবে অথবা তা ফেলে রাখবে। রাফি [রাদি.] বলেন, আমি শুনলাম ও মানলাম।

[বোখারী পর্ব ৪১: /১৮, হাঃ ২৩৩৯; মুসলিম ২১/১৮, হাঃ ১৫৪৭] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles