১৩১৩. উমার ইবনি আবু সালামাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি ছোট ছেলে হিসাবে রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করত। রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে বললেনঃ হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করতাম।
[বোখারী পর্ব ৭০ অধ্যায় ২ হাদীস নং ৫৩৭৬; মুসলিম ৩৬/১৩, হাঃ ২০২২]
১৩১৪. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] মশ্কের মুখ খুলে, তাতে মুখ লাগিয়ে পানি পান করিতে নিষেধ করিয়াছেন।
[বোখারী পর্ব ৭৪ অধ্যায় ২৩ হাদীস নং ৫৬২৫; মুসলিম ৩৬/১৩, হাঃ ২০২৩]