খরগোশ খাওয়া বৈধ।

১২৭৬. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, [মাক্কাহর অদূরে] মার্‌রায্ যাহরান নামক স্থানে আমরা একটি খরগোশ তাড়া করলাম। লোকেরা সেটার পিছনে ধাওয়া করে ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে আমি সেটাকে পেয়ে গেলাম এবং ধরে আবু ত্বলহা [রাদি.]-এর নিকট নিয়ে গেলাম। তিনি সেটাকে যব্‌হ করে তার পাছা অথবা রাবী বলেন, দু উরু রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর খিদমতে পাঠালেন। {শুবাহ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন,} দুটি উরুই, এতে কোন সন্দেহ নেই। তখন নাবী [সাঃআঃ] তা গ্রহণ করেছিলেন।

[বোখারী পর্ব ৫১ অধ্যায় ৫ হাদীস নং ২৫৭২; মুসলিম ৩৪/৪, হাঃ ১৯৫৩] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles