কালো কাবাস [আরক গাছের ফল]-এর ফাযীলাত

১৩২৯. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সঙ্গে কাবাস [পিলু] গাছের পাকা ফল বেছে বেছে নিচ্ছিলাম। আল্লাহর রসূল [সাঃআঃ] বলিলেন, এর মধ্যে কালোগুলো নেয়াই তোমাদের উচিত। কেননা এগুলোই অধিক সুস্বাদু। সাহাবীগণ বলিলেন, আপনি কি ছাগল চরিয়েছিলেন? তিনি বলিলেন, প্রত্যেক নাবীই তা চরিয়েছেন।

[বোখারী পর্ব ৬০ অধ্যায় ২৯ হাদীস নং ৩৪০৬; মুসলিম ৩৬/২৮, হাঃ ২০৫০]

Was this article helpful?

Related Articles