কালালাহ এর উত্তরাধিকার [নিষ্প্রভতা] ।

১০৪২. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, একবার আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম। তখন নাবী [সাঃআঃ] ও আবু বকর [রাদি.] পায়ে হেঁটে আমার খোঁজ খবর নেয়ার জন্য আমার নিকট আসলেন। তাঁরা আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পেলেন। তখন নাবী [সাঃআঃ] অযূ করিলেন। তারপর তিনি তাহাঁর অবশিষ্ট পানি আমার গায়ের উপর ছিটিয়ে দিলেন। ফলে আমি সংজ্ঞা ফিরে পেয়ে দেখলাম, নাবী [সাঃআঃ] উপস্থিত। আমি নাবী [সাঃআঃ]-কে বললামঃ হে আল্লাহ্‌র রসূল ! আমার সম্পদের ব্যাপারে আমি কী করব? আমার সম্পদের ব্যাপারে কী পদ্ধতিতে আমি সিদ্ধান্ত গ্রহণ করব? তিনি তখন আমাকে কোন উত্তর দিলেন না। অবশেষে মীরাসের আয়াত অবতীর্ণ হল।

[বোখারী পর্ব ৭৫: /৫, হা: ৫৬৫১; মুসলিম ২৩/২, হাঃ ১৬১৬] ফারায়েজ এর নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

 

Was this article helpful?

Related Articles