একসাথে খাওয়ার সময় সাথীদের বিনা অনুমতিতে এক সাথে দুটো খেজুর বা দু টুকরা খাওয়া নিষিদ্ধ।

১৩২৬. জাবালাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা মাদীনায় কিছু সংখ্যক ইরাকী লোকের সাথে ছিলাম। একবার আমরা দুর্ভিক্ষের কবলে পতিত হই, তখন ইবনি যুবাইর [রাদি.] আমাদেরকে খেজুর খেতে দিতেন। ইবনি উমার [রাদি.] আমাদের নিকট দিয়ে যেতেন এবং বলিতেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] কাউকে তার ভাইয়ের অনুমতি ব্যতীত এক সাথে দুটো করে খেজুর খেতে নিষেধ করিয়াছেন।

[বোখারী পর্ব ৪৬ অধ্যায় ১৪ হাদীস নং ২৪৫৫; মুসলিম ৩৬/২৫, হাঃ ২০৪৫]

Was this article helpful?

Related Articles