একটি মাত্র কাপড়ে সালাত আদায় করা এবং তা পরিধানের নিয়ম

২৯৪. আবূ হুরায়রাহ্ (রাযি.) হতে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি কাপড়ে সালাত আদায়ের মাসআলাহ জিজ্ঞেস করল। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেনঃ তোমাদের প্রত্যেকের কি দু’টি করে কাপড় রয়েছে?

সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ৪, হাঃ ৩৫৮; মুসলিম, পর্ব ৪ সালাত, অধ্যায় ৫২, হাঃ ৫১৫


২৯৫. আবূ হুরায়রাহ্ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ এক কাপড় পরে এমনভাবে যেন সালাত আদায় না করে যে, তার উভয় কাঁধে এর কোন অংশ নেই।

সহীহুল বুখারী, পৰ্ব ৮; সালাত, অধ্যায় ৫, হাঃ ৩৫; মুসলিম, পূর্ব ৪ : সালাত, অধ্যায় ৫২, হাঃ ৫১৬


২৯৬. ’উমার ইবনু আবূ সালামা (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি মাত্র পোষাক জড়িয়ে উম্মু সালামাহ (রাযি.)-এর ঘরে সালাত আদায় করতে দেখেছি, যার প্রান্তদ্বয় তাঁর দুই কাঁধের উপর রেখেছিলেন।

সহীহুল বুখারী, পর্ব৮ : সালাত, অধ্যায় ৪, হাঃ ৩৫৬; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৫২, হাঃ ৫১৭


২৯৭. মুহাম্মদ ইবনুল মুনকাদির (রহ.) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি জাবির ইবনু ’আবদুল্লাহ (রাযি.)-কে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। আর তিনি বলেছেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি।

সহীহুল বুখারী, পৰ্ব ৮; সালাত, অধ্যায় ৩, হাঃ ৩৫৩; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৫২, হাঃ ৫১৮

Was this article helpful?

Related Articles