উপবিষ্ট অবস্থায় ঘুমালে উযূ ভঙ্গ হয় না তার প্রমাণ

২১২. আনাস (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, সালাতের ইক্বামাত(ইকামত/একামত) হয়ে গেছে তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক পাশে এক ব্যক্তির সাথে একান্তে কথা বলছিলেন, অবশেষে যখন লোকদের ঘুম আসছিল তখন তিনি সালাতে দাঁড়ালেন।

সহীহুল বুখারী, পৰ্ব ১০ আযান, অধ্যায় ২৭, হাঃ ৬৪২; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ৩৩, হাঃ ৩৭৬

Was this article helpful?

Related Articles