ইহরাম বাঁধার সময় মুহরিম ব্যক্তির সুগন্ধি ব্যবহার।

৭৩৯. নাবী সহধর্মিণী আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, ইহরাম বাঁধার সময়* আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-এর গায়ে সুগন্ধি মেখে দিতাম এবং বায়তুল্লাহ তাওয়াফের পূর্বে ইহরাম খুলে ফেলার সময়ও।

[বোখারী পর্ব ২৫ : /১৮ হাঃ ১৫৩৯, মুসলিম ১৫/৭, হাঃ ১১৮৯] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৭৪০. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি যেন এখনো দেখছি, নাবী [সাঃআঃ]-এর ইহরাম অবস্থায় তাহাঁর সিঁথিতে খুশবুর ঔজ্জ্বল্য রয়েছে।

[বোখারী পর্ব ৫: /১৪ হাঃ ২৭১, মুসলিম ১৫/৭, হাঃ ১১৯০] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৭৪১. মুহাম্মদ ইবনি মুনতাশির [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ

আমি আয়েশা [রাদি.]-কে জিজ্ঞেস করলাম এবং আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.]-এর উক্তি উল্লেখ করলাম,- “আমি এমন অবস্থায় ইহরাম বাঁধা পছন্দ করি না, যাতে সকালে আমার দেহ হইতে সুগন্ধি ছড়িয়ে পড়ে।” আয়েশা [রাদি.] বললেনঃ আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে সুগন্ধি লাগিয়েছি, তারপর তিনি পর্যায়ক্রমে তাহাঁর স্ত্রীদের সঙ্গে মিলিত হয়েছেন এবং তাহাঁর ইহরাম অবস্থায় সকাল হয়েছে।

[বোখারী পর্ব ৫ : /১৪ হাঃ ২৭০, মুসলিম হাঃ]ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles