ইসতিস্কার সলাতে দুআ।

৫১৭. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় কোন এক জুমুআহর দিন নাবী [সাঃআঃ] খুত্‌বা দিচ্ছিলেন। তখন এক বেদুইন উঠে দাঁড়াল এবং আরয করিল, হে আল্লাহ্‌র রসূল ! [বৃষ্টির অভাবে] সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবার পরিজনও অনাহারে রয়েছে। তাই আপনি আল্লাহ্‌র নিকট আমাদের জন্য দুআ করুন। তিনি দু হাত তুললেন। সে সময় আমরা আকাশে এক খণ্ড মেঘও দেখিনি। যাঁর হাতে আমার প্রাণ, তাহাঁর শপথ [করে বলছি]! [দুআ শেষে] তিনি দু হাত [এখনও] নামান নি, এমন সময় পাহাড়ের ন্যায় মেঘের বিরাট বিরাট খণ্ড উঠে আসল। অতঃপর তিনি মিম্বর হইতে অবতরণ করেন নাই, এমন সময় দেখিতে পেলাম তাহাঁর [পবিত্র] দাড়ির উপর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। সে দিন আমাদের এখানে বৃষ্টি হল। এর পরে ক্রমাগত দুদিন এবং পরবর্তী জুমুআহ পর্যন্ত প্রত্যেক দিন। [পরবর্তী জুমুআহর দিন] সে বেদুইন অথবা অন্য কেউ উঠে দাঁড়াল এবং আরয করিল, হে আল্লাহ্‌র রসূল ! [বৃষ্টির কারণে] এখন আমাদের বাড়ি ঘর ধ্বসে পড়ছে, সম্পদ ডুবে যাচ্ছে। তাই আপনি আমাদের জন্য আল্লাহ্‌র নিকট দুআ করুন। তখন তিনি দু হাত তুললেন এবং বললেনঃ

اللهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা;

হে আল্লাহ্ আমাদের পার্শ্ববর্তী এলাকায় [বৃষ্টি দাও], আমাদের উপর নয়।

[দুআর সময়] তিনি মেঘের এক একটি খন্ডের দিকে ইঙ্গিত করছিলেন, আর সেখানকার মেঘ কেটে যাচ্ছিল। এর ফলে চতুর্দিকে মেঘ পরিবেষ্টিত অবস্থায় ঢালের ন্যায় মাদীনার আকাশ মেঘমুক্ত হয়ে গেল এবং কানাত উপত্যকায় পানি একমাস ধরে প্রবাহিত হইতে লাগল, তখন [মদীনার] চতুষ্পার্শ্বের যে কোন অঞ্চল হইতে যে কেউ এসেছে, সে এ প্রবলভাবে বৃষ্টির কথা আলোচনা করেছে।

[বোখারী পর্ব ১১ : /৩৫ হাঃ ৯৩৩, মুসলিম ৯/২, হাঃ ৮৯৭] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles