২৭৪. বারাআ ইবনু ’আযিব (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে সালাত আদায় করতাম। তিনিঃ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলার পর যতক্ষণ না কপাল মাটিতে স্থাপন করতেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ সিজদার জন্য পিঠ ঝুঁকাত না।
সহীহুল বুখারী, পৰ্ব ১০: আযান, অধ্যায় ১৩৩, হাঃ ৮১১; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৩৯, হাঃ ৪৭৪