ইফতারের সময় দোয়া

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللّٰهُ

উচ্চারণঃ যাহাবাযযামাউ ওয়াবতাল্লাতিল ‘উরূকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহু

অনুবাদঃ পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ্‌ চান তো সওয়াব সাব্যস্ত হয়েছে। (আবু দাউদ, সহীহ জামে)

আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,  রোজাদার ব্যক্তির জন্য ইফতারের সময় দোয়া কবুল হওয়ার একটি সময় রয়েছে যে দোয়া বৃথা যায়। ইবনে আবি মুলাইকা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর থেকে শ্রবণ করেছি তিনি ইফতারের সময় বলতেঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي

উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিরহ্‌মাতিকাল্লাতী ওয়াসি‘আত কুল্লা শাই’ইন আন তাগফিরা লী।

অনুবাদঃ হে আল্লাহ! আপনার যে রহমত সকল কিছু পরিব্যাপ্ত করে রেখেছে তার উসীলায় আবেদন করি, আপনি আমাকে ক্ষমা করুন। (ইবনে মাজাহ, শরহে আযকার)

 

Was this article helpful?

Related Articles