ই’তিকাফ
ইতেকাফের গুরুত্ব
১২৬৯. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) রমযানের শেষ দশ দিন ইতিকাফ করতেন। (বুখারী ও মুসলিম)
১২৭০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ নবী করীম (সা) কে ওফাত দান করার আগে পর্যন্ত তিনি রমযানের শেষ দশদিন ইতিকাফ করতেন। তারপর তাঁর মৃত্যুর পরে তাঁর পবিত্র স্ত্রীগণ ইতিকাফ করতেন। (বুখারী ও মুসলিম)
১২৭১. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) প্রতি রমযান মাসে শেষ ১০ দিন ইতিকাফ করতেন। তারপর যখন সেই বছরটি এলো যে বছর তিনি ইন্তিকাল করেন, সে বছর তিনি ২০ দিন ইতিকাফ করেন। (বুখারী )