১৯০৩. আবদুল্লাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ
তিনি আয়াতটি সম্পর্কে বলেন, কিছু মানুষ কিছু জিনের ইবাদাত করত। সেই জিনেরা তো ইসলাম গ্রহণ করে ফেলল। আর ঐ লোকজন তাহাদের [পুরাতন] ধর্ম আঁকড়ে রইল।
[বোখারী পর্ব ৬৫ সূরা [১৭] আল-ইসরা অধ্যায় ৭ হাদীস নং ৪৭১৪; মুসলিম ৫৪/৪, হাঃ ৩০৩০] তাফসীর -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস