আল্লাহ্ তাআলার রাস্তায় শাহাদাত লাভ করার ফাযীলাত।

১২৩২. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] বলেছেন, জান্নাতে প্রবেশের পর একমাত্র শহীদ ব্যতীত আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করিবে না, যদিও দুনিয়ার সকল জিনিস তার নিকট থাকিবে। সে দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করিবে যেন দশবার শহীদ হয়। কেননা সে শাহাদাতের মর্যাদা দেখেছে

। [বোখারী পর্ব ৫৬ অধ্যায় ২১ হাদীস নং ২৮১৭; মুসলিম ৩৩/২৯ হাঃ ১৮৭৭]


১২৩৩. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

এক ব্যক্তি আল্লাহর রসূল [সাঃআঃ]-এর নিকট এসে বলিল, আমাকে এমন কাজের কথা বলে দিন, যা জিহাদের সমতুল্য হয়। তিনি বলেন, আমি তা পাচ্ছি না। [অতঃপর বলিলেন] তুমি কি এতে সক্ষম হইবে যে, মুজাহিদ যখন বেরিয়ে যায়, তখন থেকে তুমি মাসজিদে প্রবেশ করিবে এবং দাঁড়িয়ে ইবাদাত করিবে এবং আলস্য করিবে না, আর সিয়াম পালন করিতে থাকিবে এবং সিয়াম ভাঙ্গবে না। লোকটি বলিল, এটা কে পারবে?

[বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১ হাদীস নং ২৭৮৫; মুসলিম ৩৩/২৯ হাঃ ১৮৭৮]

Was this article helpful?

Related Articles