১১৭১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] তাহাঁর দন্তের প্রতি ইশারা করে বলছেন, যে সম্প্রদায় তাহাদের নাবী [সাঃআঃ]র সঙ্গে এরূপ আচরণ করেছে তাহাদের প্রতি আল্লাহ্র গযব অত্যন্ত ভয়াবহ এবং আল্লাহর রসূল [সাঃআঃ] যে ব্যক্তিকে আল্লাহ্র পথে হত্যা করিয়াছেন তার প্রতিও আল্লাহ্র গযব অত্যন্ত ভয়ানক।
বোখারী পর্ব ৬৪ অধ্যায় ২৪ হাদীস নং ৪০৭৩; মুসলিম ৩২/৩৮, হাঃ ১৭৯৩