১৭২৪. হযরত জাবের (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, “আল্লাহর দোহাই দিয়ে বেহেশত ছাড়া অন্য কিছু চাওয়া উচিত নয়।” (আবু দাউদ, কিতাবুয যাকাত। শাইখ আলবানী একে দুর্বল বলেছেন।)
১৭২৫. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে আশ্রয় কামনা করে তাকে আশ্রয় দান কর। যে আল্লাহর নাম নিয়ে কিছু চায় তাকে কিছু দাও। যে তোমাদেরকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ কর। যে ব্যক্তি তোমাদের জন্য কল্যাণকর কাজ করেন, তার প্রতিদান দাও। তার কাজের প্রতিদান দেয়ার মতো কিছু না থাকলে তার তার জন্য সে পর্যন্ত দোয়া করতে থাক যে পর্যন্ত তোমার মনে প্রত্যায় মনে প্রত্যয় সৃষ্টি না হয় তার প্রতিদান দিতে পেরেছ।
এটি সহীহ হাদীস। ইমাম আবু দাউদ ও নাসাঈ, বুখারী ও মুসলিম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।