আবদ্ধ পানিতে পেশাব করা নিষিদ্ধ।

১৬১. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণিতঃ

আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণিত। তিনি আল্লাহর রসূল [সাঃআঃ] কে বলিতে শুনেছেন, তোমাদের কেউ যেন স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে। [সম্ভবত] পরে সে আবার তাতে গোসল করিবে।

[বোখারী পর্ব ৪ : /৬৮ হাঃ ২৩৯, মুসলিম ২/২৮, হাঃ ২৮২] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles