অহঙ্কার করে কাপড় ছেচড়ানো হারাম এবং কাপড় কতটুকু লটকানো জায়িয এবং এর মুস্তাহাব বিধান কী?

১৩৪৯. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ সে ব্যক্তির দিকে [রহমতের দৃষ্টিতে] তাকাবেন না, যে অহঙ্কারের সাথে তার [পরিধেয়] পোশাক টেনে চলে।

[বোখারী পর্ব ৭৭ অধ্যায় ১ হাদীস নং ৫৭৮৩; মুসলিম ৩৭/৮, হাঃ ২০৮৫] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৩৫০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ ক্বিয়ামাতের দিন সে ব্যক্তির দিকে [রহমতের] দৃষ্টি দিবেন না, যে ব্যক্তি অহঙ্কারবশে লুঙ্গি [পোশাক] ঝুলিয়ে পরে।

[বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৫ হাদীস নং ৫৭৮৮; মুসলিম ৩৭/৩৯, হাঃ ২০৮৭] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles