৯৭২. আবদুল্লাহ ইবনি মাসউদ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, যে ব্যক্তি [স্তন্যে] দুধ আটকিয়ে রাখা বকরী ক্রয় করে তা ফেরত দিতে চায়, সে যেন এর সঙ্গে এক সাআ পরিমাণ খেজুরও দেয়। আর নাবী [সাঃআঃ] [পণ্য ক্রয় করার জন্য] বণিক দলের সাথে [শহরে প্রবেশের পূর্বে পথিমধ্যে] সাক্ষাৎ করিতে নিষেধ করিয়াছেন।
[বোখারী পর্ব ৩৪ : /৬৪, হাঃ ২১৪৯; মুসলিম ২১/৫, হাঃ ১৫১৮] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস