অক্ষম, বৃদ্ধ ও মৃত ব্যক্তির পক্ষ থেকে হাজ্জ।

৮৪৪. আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, ফযল ইবনি আব্বাস [রাদি.] একই বাহনে আল্লাহর রসূল [সাঃআঃ]-এর পিছনে আরোহণ করেছিলেন। এরপর খাশআম গোত্রের এক মহিলা উপস্থিত হল। তখন ফযল [রাদি.] সেই মহিলার দিকে তাকাতে থাকে এবং মহিলাটিও তার দিকে তাকাতে থাকে। আর আল্লাহর রসূল [সাঃআঃ] ফযলের চেহারা অন্যদিকে ফিরিয়ে দিতে থাকেন। মহিলাটি বললো, হে আল্লাহর রসূল ! আল্লাহর বান্দার উপর ফার্‌যকৃত হাজ্জ আমার বয়োঃবৃদ্ধ পিতার উপর ফার্‌য হয়েছে। কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে পারেন না, আমি কি তাহাঁর পক্ষ হইতে হাজ্জ আদায় করবো? তিনি বললেনঃ হাঁ [আদায় কর]। ঘটনাটি বিদায় হাজ্জের সময়ের।

[বোখারী পর্ব ২৫/১ হাঃ ১৫১৩, মুসলিম পর্ব ১৫/৭১, হাঃ ১৩৩৪] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৮৪৫. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ

বিদায় হজ্জের বছর খাসআম গোত্রের একজন মহিলা এসে বলিলেন, হে আল্লাহর রসূল ! আল্লাহর তরফ হইতে বান্দার উপর যে হাজ্জ ফার্‌য হয়েছে তা আমার বৃদ্ধ পিতার উপর এমন সময় ফার্‌য হয়েছে যখন তিনি সওয়ারীর উপর ঠিকভাবে বসে থাকতে সক্ষম নন। আমি তার পক্ষ হইতে হাজ্জ আদায় করলে তার হাজ্জ আদায় হইবে কি? তিনি বললেনঃ হাঁ [নিশ্চয়ই আদায় হইবে]।

[বোখারী পর্ব ২৮/২৩ হাঃ ১৮৫৪, মুসলিম পর্ব ১৫/৭১, হাঃ ১৩৩৫] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles