১২৭৫. ইবনি আবু আওফা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেনঃ আমরা নাবী [সাঃআঃ]-এর সঙ্গে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা তাহাঁর সঙ্গে পঙ্গপাল খাই। [বোখারী পর্ব ৭২ অধ্যায় ১৩ হাদীস নং ৫৪৯৫; মুসলিম ৩৪/৮, হাঃ ১৯৫২] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
দব্ব বা গিরগিটি খাওয়া বৈধ।
১২৭১. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বলেছেনঃ দব্ব* [মরু অঞ্চলের এক প্রকার প্রাণী] আমি খাই না, আর হারামও বলি না। [বোখারী পর্ব ৭২ অধ্যায় ৩৩ হাদীস নং ৫৫৩৬; মুসলিম ৩৪/৭, হাঃ ১৯৪৩] *দব্বঃ দব্ব হল মরুভূমিতে বিচরণশীল গিরগিটির ন্যায় এক প্রকার প্রাণী যা হালাল। জবেহ করার নিয়ম -এই […]
ঘোড়ার গোশ্ত খাওয়া।
১২৬৯. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ. রাসূলুল্লাহ [সাঃআঃ] খাইবারের যুদ্ধের দিন [গৃহপালিত] গাধার গোশত খেতে নিষেধ করিয়াছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। [বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৩৯ হাদীস নং ৪২১৯; মুসলিম ৩৪/৬, হাঃ ১৯৪১] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ১২৭০. আসমা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি […]
গৃহপালিত গাধার গোশ্ত খাওয়া হারাম।
১২৬২. আলী ইবনি আবু ত্বলিব [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] খাইবার যুদ্ধের দিন মহিলাদের মুতআহ [নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে] করা থেকে এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করিয়াছেন। [বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৩৯ হাদীস নং ৪২১৬; মুসলিম ৩৪/৪, হাঃ ১৪০৭] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ১২৬৩. আবু […]
সাগরের মৃত [বৈধ] জন্তু খাওয়া বৈধ।
১২৬১. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের তিনশ সওয়ারীর একটি সৈন্যবাহিনীকে কুরাইশদের একটি কাফেলার উপর সুযোগ মতো আক্রমণ চালানোর জন্য পাঠিয়েছিলেন। আবু উবাইদাহ ইবনিল জাররাহ্ [রাদি.] ছিলেন আমাদের সেনাপতি। আমরা অর্ধমাস সমুদ্র তীরে অবস্থান করলাম। ভয়ানক ক্ষুধা আমাদেরকে পেয়ে বসল। ক্ষুধার জ্বালায় গাছের পাতা খেতে […]
প্রত্যেক বিষদাঁত বিশিষ্ট জন্তু ও প্রত্যেক নখর বিশিষ্ট পাখি খাওয়া হারাম।
১২৬০. আবু সালাবা [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] দাঁত বিশিষ্ট সর্বপ্রকার হিংস্র জন্তু খেতে নিষেধ করিয়াছেন। [বোখারী পর্ব ৭২ অধ্যায় ২৯ হাদীস নং ৫৫৩০; মুসলিম ৩৪/৩, হাঃ ১৯৩২] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
প্রশিক্ষিত কুকুর দ্বারা শিকার করা।
১২৫৪. আদী ইবনি হাতিম [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে জিজ্ঞেস করলামঃ হে আল্লাহ্র রসূল [সাঃআঃ]! আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে শিকারে পাঠিয়ে থাকি। তিনি বললেনঃ কুকুরগুলো তোমার জন্য যেটি ধরে রাখে সেটি খাও। আমি বললামঃ যদি ওরা হত্যা করে ফেলে? তিনি বললেনঃ যদি ওরা হত্যাও করে ফেলে। আমি বললামঃ […]
লিআন বিষয়ক হাদিস
৯৫২. সাহল ইবনু সা’দ সাঈদী (রাঃ) হতে বর্ণিত। উওয়াইমার আজলানী (রাঃ) ’আসিম ইবনু আদী আনসারী (রাঃ)-এর কাছে এসে বললেনঃ হে আসিম! কী বল, যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে অপর ব্যক্তিকে (ব্যভিচার-রত অবস্থায়) পায়, তবে সে কি তাকে হত্যা করবে? আর এতে তোমরাও কি তাকে হত্যা করবে? (যদি সে হত্যা […]
রমাযানের শেষ দশদিন [বিভিন্ন ইবাদাতের] যথাসাধ্য চেষ্টা করা।
৭৩০. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, যখন রমাযানের শেষ দশক আসত তখন নাবী [সাঃআঃ] তাহাঁর লুঙ্গি কষে নিতেন [বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন] এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। [বোখারী পর্ব ৩২: /৫ হাঃ ২০২৪, মুসলিম ১৪/৩, হাঃ ১১৭৪] ইতিকাফের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
যে ব্যক্তি ইতিকাফ করার ইচ্ছে করিল সে কখন ইতিকাফ করার স্থানে প্রবেশ করিবে।
৭২৯. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, রমাযানের শেষ দশকে নাবী [সাঃআঃ] ইতিকাফ করিতেন। আমি তাহাঁর তাঁবু তৈরি করে দিতাম। তিনি ফজরের সলাত আদায় করে তাতে প্রবেশ করিতেন। [নাবী-সহধর্মিণী] হাফসাহ্ [রাদি.] তাঁবু খাটাবার জন্য আয়িশাহ্ [রাদি.]-এর কাছে অনুমতি চাইলেন। তিনি তাঁকে অনুমতি দিলে হাফসাহ্ [রাদি.] তাঁবু খাটালেন। [নাবী-সহধর্মিনী] যায়নাব বিনতু […]