৫২৬. আবদুল্লাহ্ ইবনি আমর [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সময় যখন সূর্যগ্রহণ হয় তখন আস্-সালাতু জামিআতুন বলে ঘোষণা দেয়া হয়। নাবী তখন এক রাকাআতে দুবার রুকূ করেন, অতঃপর দাঁড়িয়ে দ্বিতীয় রাকাআতেও দুবার রুকূ করেন অতঃপর বসেন আর ততক্ষণে সূর্যগ্রহণ মুক্ত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, আয়িশাহ্ [রাদি.] বলেছেন, […]
সূর্য গ্রহণের সলাতে নাবী [স]-কে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে যা দেখানো হয়।
৫২৪. আসমা [রাদি.] হইতে বর্ণিতঃ আমি আয়েশা [রাদি.]-র নিকট আসলাম, তিনি তখন সলাত রত ছিলেন। আমি বললাম, মানুষের কী হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করিলেন [সূর্য গ্রহণ লেগেছে]। তখন সকল লোক [সলাতুল কুসূফ এর জন্য] দাঁড়িয়ে রয়েছে। আয়িশা [রাদি.] বলিলেন, সুবহানাল্লাহ! আমি বললাম, এটা কি কোন নিদর্শন ? তিনি মাথা […]
সূর্য গ্রহণের সলাতে ক্ববরের আযাব হইতে আশ্রয় প্রার্থনার দুআ।
৫২২. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হলো। আল্লাহর রসূল [সাঃআঃ] [সালাতে] দাঁড়ালেন এবং দীর্ঘ সূরা পাঠ করিলেন, অতঃপর রুকূ করিলেন, আর তা দীর্ঘ করিলেন। অতঃপর রুকূ হইতে মাথা তুলেন এবং অন্য একটি সূরা পাঠ করিতে শুরু করিলেন। পরে রুকূ সমাপ্ত করে সাজদাহ্ করিলেন। দ্বিতীয় রাকাআতেও এরূপ করিলেন। […]
সূর্য গ্রহণের সলাত
৫২০. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সময় একবার সূর্যগ্রহণ হল। তখন আল্লাহর রসূল [সাঃআঃ] লোকদের নিয়ে সলাত আদায় করেন। তিনি দীর্ঘ সময় কিয়াম করেন, অতঃপর দীর্ঘক্ষণ রুকূ করেন। অতঃপর পুনরায় [সালাতে] তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন। অবশ্য তা প্রথম কিয়াম চেয়ে অল্পস্থায়ী ছিল। আবার […]
আল্লাহ তাআলার বাণীঃএ দুটি প্রতিদ্বন্দ্বী দল [বিশ্বাসী ও অবিশ্বাসীরা] তাহাদের প্রভুর ব্যাপারে পরস্পর বিবাদে লিপ্ত হয়। [সূরা হাজ্জ ২২/১৯]
১৯০৬. কায়স [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ তিনি বলেছেন, আমি আবু যার [রাদি.]-কে কসম করে বলিতে শুনিয়াছি যে, “এরা দুটি বিবদমান পক্ষ তারা তাহাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে” আয়াতটি বাদরের দিন পরস্পর যুদ্ধে লিপ্ত হামযাহ, আলী, উবাইদা ইবনিল হারিস, রাবীআর দু পুত্র উতবাহ ও শায়বাহ এবং ওয়ালীদ ইবনি উতবাহর সম্বন্ধে অবতীর্ণ […]
মাদকদ্রব্যের নিষিদ্ধতা সম্পর্কীয় বিধান অবতরণ।
১৯০৫. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেনঃ উমার [রাদি.] মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিতে গিয়ে বলিলেন, নিশ্চয় মদ হারাম সম্পর্কীয় আয়াত অবতীর্ণ হয়েছে। আর তা তৈরী হয় পাঁচটি বস্তু থেকেঃআঙ্গুর, খেজুর, গম, যব ও মধু। আর খামর [মদ] হল তা, যা বিবেক বিলোপ করে দেয়। আর তিনটি এমন বিষয় […]
সূরাহ বারাআ [৯], সূরাহ আল-আনফাল [৮] ও সূরাহ আল-হাশর [৫৯]
১৯০৪. সাঈদ ইবনি যুবায়র [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি ইবনি আব্বাস [রাদি.]-কে সূরাহ তাওবাহ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলিলেন, এ তো লাঞ্ছনাকারী সূরা। অর্থাৎ তাহাদের একদল এই করেছে, আরেক দল ওই করেছে, এ বলে একাধারে এ সূরাহ অবতীর্ণ হইতে থাকলে লোকেরা ধারণা করিতে লাগলো যে, এ সূরায় উল্লেখ করা […]
আল্লাহ তাআলার বাণীঃতারা যাদেরকে ডাকে তারাই তো তাহাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে। [সূরাহ বানী ইসরাঈল ১৭/৫৭]
১৯০৩. আবদুল্লাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ তিনি আয়াতটি সম্পর্কে বলেন, কিছু মানুষ কিছু জিনের ইবাদাত করত। সেই জিনেরা তো ইসলাম গ্রহণ করে ফেলল। আর ঐ লোকজন তাহাদের [পুরাতন] ধর্ম আঁকড়ে রইল। [বোখারী পর্ব ৬৫ সূরা [১৭] আল-ইসরা অধ্যায় ৭ হাদীস নং ৪৭১৪; মুসলিম ৫৪/৪, হাঃ ৩০৩০] তাফসীর -এই […]
তাফসীর
১৮৯৩. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, বনী ইসরাঈলকে আদেশ দেয়া হয়েছিল, তোমরা দরজা দিয়ে অবনত মস্তকে প্রবেশ কর আর মুখে বল, হিত্তাতুন [অর্থাৎ হে আল্লাহ! আমাদের গুনাহ ক্ষমা করে দাও।] কিন্তু তারা এ শব্দটি পরিবর্তন করে ফেলল এবং প্রবেশ দ্বারে যেন নতজানু হইতে না হয় সে […]
কোন মানুষের এ কথা বলা মাকরূহ- আমার আত্মা বিনষ্ট হয়ে গেছে।
১৪৫২. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ সাবধান! তোমাদের কেউ যেন এ কথা না বলে যে, আমার আত্মা খবীস হয়ে গেছে। তবে এ কথা বলিতে পারে যে, আমার আত্মা কলুষিত হয়ে গেছে। বোখারী পর্ব ৭৮ অধ্যায় ১০০ হাদীস নং ৬১৭৯; মুসলিম ৪০/৪০, হাঃ ২২৫০, সৌজন্যমূলক কথা -এই হাদীসটির তাহক্কিকঃ […]