পদদ্বয় পরিপূর্ণভাবে ধৌত করার আবশ্যকতা।

১৩৯. আবদুল্লাহ ইবনি আমর [রাদি.] হইতে বর্ণিতঃ আবদুল্লাহ ইবনি আমর [রাদি.] হইতে বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে আল্লাহর রসূল [সাঃআঃ] আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন, এদিকে আমরা [আসরের] সলাত আদায় করিতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা উযূ করছিলাম। আমরা আমাদের পা কোনমতে পানি দ্বারা ভিজিয়ে […]

নাকে পানি দেয়া ও ঝাড়া এবং ইস্তিন্জায় বেজোড় ঢিলা-পাথর ব্যবহার করা।

১৩৭. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ আবু হুরাইরা [রাদি.]হইতে বর্ণিত, তিনি বলেন, নাবী [সাঃআঃ] এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি উযূ করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে। আর যে শৌচকার্য করে সে যেন বিজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে [বোখারী পর্ব ৪ : /২৫ হাঃ ১৬১, মুসলিম ২/৮, হাঃ ২৩৭] […]

নাবী (ﷺ)-এর উযূ প্রসঙ্গে।

১৩৬. আমর ইবনি আবু হাসান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ আমর ইবনি আবু হাসান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিত, তিনি আবদুল্লাহ্ ইবনি যায়দ [রাদি.]-কে নাবী [সাঃআঃ]-এর উযূ সম্পর্কে প্রশ্ন করলে তিনি এক পাত্র পানি আনালেন এবং তাঁদের [দেখাবার] জন্য নাবী [সাঃআঃ]-এর মত উযূ করিলেন। তিনি পাত্র থেকে দুহাতে পানি ঢাললেন। তা দিয়ে […]

ওযুর গুণাগুণ এবং তার পরিপূর্ণতা।

১৩৫. উসমান ইবনি আফ্ফান [রাদি.] হইতে বর্ণিতঃ উসমান ইবনি আফ্ফান [রাদি.]-এর উযুর পানি আনালেন। অতঃপর তিনি সে পাত্র হইতে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুলেন। অতঃপর তাহাঁর ডান হাত পানিতে ঢুকালেন। অতঃপর কুলি করিলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। অতঃপর তাহাঁর মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কনুই […]

সলাতের জন্য পবিত্রতা আবশ্যক।

১৩৪. আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণিতঃ আবু হুরায়রাহ [রাদি.] সূত্রে নাবী [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেন, বায়ু নির্গত হবার পর ওযূ না করা পর্যন্ত আল্লাহ্ তোমাদের কারো সলাত কবুল করবেন না। [বোখারী পর্ব ৯০ : /২ হাঃ ৬৯৫৪, মুসলিম ২/১ হাঃ ২২৫] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

পূর্ব পশ্চিমের বায়ু প্রসঙ্গে।

৫১৯. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ আমাকে পূবালী হাওয়া দিয়ে সাহায্য করা হয়েছে। আর আদজাতিকে পশ্চিমা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে। [বোখারী পর্ব ১৫ : /২৬ হাঃ ১০৩৫, মুসলিম ৯/৪, হাঃ ৯০০] পানি প্রার্থনার সলাত-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

ঝড়ো হাওয়া ও মেঘ দেখে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করা ও বৃষ্টি দেখে আনন্দিত হওয়া।

৫১৮. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] যখন আকাশে মেঘ দেখিতেন, তখন একবার সামনে আগাতেন, আবার পেছনে সরে যেতেন। আবার কখনও ঘরে প্রবেশ করিতেন, আবার বেরিয়ে যেতেন আর তাহাঁর মুখমণ্ডল মলিন হয়ে যেত। পরে যখন আকাশ বৃষ্টি বর্ষণ করত তখন তাহাঁর এ অবস্থা দূর হত। আয়েশা [রাদি.]-এর কারণ […]

ইসতিস্কার সলাতে দুআ।

৫১৭. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় কোন এক জুমুআহর দিন নাবী [সাঃআঃ] খুত্‌বা দিচ্ছিলেন। তখন এক বেদুইন উঠে দাঁড়াল এবং আরয করিল, হে আল্লাহ্‌র রসূল ! [বৃষ্টির অভাবে] সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবার পরিজনও অনাহারে রয়েছে। তাই আপনি […]

ইসতিস্কা সলাতে দুআর সময় হস্তদ্বয় উত্তোলন।

৫১৬. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] ইসতিস্কা ব্যতীত অন্য কোথাও দুআর মধ্যে হাত উঠাতেন না। তিনি হাত এতটুকু উপরে উঠাতেন যে, তাহাঁর বগলের শুভ্রতা দেখা যেত। [বোখারী পর্ব ১৫ : /২২ হাঃ ১০৩১, মুসলিম ৯/১, হাঃ ৮৯৫] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

পানি প্রার্থনার সলাত

৫১৫. আবদুল্লাহ্ ইবনি যায়িদ [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বৃষ্টির জন্য দুআ করেন এবং নিজের চাদর উল্টিয়ে দেন। [বোখারী পর্ব ১৫ : /৪ হাঃ ১০১১, মুসলিম পর্ব ৯ হাঃ ৪৯৮] পানি প্রার্থনার সলাত-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস