১৬১. আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণিত। তিনি আল্লাহর রসূল [সাঃআঃ] কে বলিতে শুনেছেন, তোমাদের কেউ যেন স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে। [সম্ভবত] পরে সে আবার তাতে গোসল করিবে। [বোখারী পর্ব ৪ : /৬৮ হাঃ ২৩৯, মুসলিম ২/২৮, হাঃ ২৮২] ওজু […]
কুকুর কোন কিছু চাটলে তার হুকুম।
১৬০. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিত, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে তবে তা যেন সাতবার ধুয়ে নেয়। [বোখারী পর্ব ৬০ : /৩৩ হাঃ ১৭২, মুসলিম ২/২৭, হাঃ ২৭৯] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
দু মোজার উপর মাসাহ করা।
১৫৫. হাম্মাম ইবনি হারিস [রাদি.] হইতে বর্ণিতঃ হাম্মাম ইবনি হারিস [রাদি.] হইতে বর্ণিত, তিনি বলেনঃ আমি জারীর ইবনি আবদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি]-কে দেখলাম যে, তিনি পেশাব করিলেন। অতঃপর উযূ করিলেন আর উভয় মোজার উপরে মাসহ্ করিলেন। অতঃপর তিনি দাঁড়িয়ে সলাত আদায় করিলেন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ আমি নাবী [সাঃআঃ]-কেও […]
পেশাব-পায়খানায় পানি দ্বারা ইস্তিন্জা করা।
১৫৩. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রসূল [সাঃআঃ] যখন পায়খানায় যেতেন তখন আমি এবং একটি ছেলে পানির পাত্র এবং আনাযাহ নিয়ে যেতাম। তিনি পানি দ্বারা শৌচকার্য করিতেন। [বোখারী পর্ব ৪ : /১৭ হাঃ ১৫২, মুসলিম ২/২১, হাঃ ২৭১] ওজু করার […]
পবিত্রতা হাসিল ও অন্যান্য ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা।
১৫২. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ আয়েশা [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেনঃ নাবী [সাঃআঃ] জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক হইতে আরম্ভ করিতে পছন্দ করিতেন। [বোখারী পর্ব ৪ : /২১ হাঃ ১৬৮, মুসলিম ২/১৯, হাঃ ১৬৮] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
ডান হাত দ্বারা ইস্তিন্জা করা নিষিদ্ধ।
১৫১. আবু কাতাদাহ [রাদি.] হইতে বর্ণিতঃ আবু কাতাদাহ [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রসূল [সাঃআঃ] বলেন, তোমাদের কেউ যখন পান করে, তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন শৌচকার্য […]
পেশাব-পায়খানা করার সময় কাবার দিকে মুখ বা পিঠ না করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা।
১৪৮. আবু আইয়ূব আনসারী [রাদি.] হইতে বর্ণিতঃ আবু আইয়ূব আনসারী [রাদি.] হইতে বর্ণিত যে, নাবী [সাঃআঃ] বলেছেনঃ যখন তোমরা পায়খানা করিতে যাও, তখন কিবলাহর দিকে মুখ করিবে না কিংবা পিঠও দিবে না, বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। আবু আইয়ূব আনসারী [রাদি.] বলেনঃ আমরা যখন সিরিয়ায় এলাম […]
ফিতরাতের স্বভাব।
১৪৫. আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণিতঃ আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেছেনঃ ফিতরাত [অর্থাৎ মানুষের সৃষ্টিগত স্বভাব] পাঁচটিঃ খাৎনা করা, ক্ষুর ব্যবহার করা [নাভির নীচে], বগলের পশম উপড়ে ফেলা, নখ কাটা ও গোঁফ ছোট করা। [বোখারী পর্ব ৭৭ : /৬৩ হাঃ ৫৮৮৯, মুসলিম ২/১৬ হাঃ ২৫৭] ওজু করার নিয়ম […]
মিসওয়াক
১৪২.আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিত, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেনঃ আমার উম্মাতের জন্য বা তিনি বলেছেন, লোকেদের জন্য যদি কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক সলাতের সাথে তাহাদের মিস্ওয়াক করার নির্দেশ দিতাম। [বোখারী পর্ব ১১ : /৮ হাঃ ৮৮৭, মুসলিম ২/১৫, হাঃ ২৫২] ওজু করার নিয়ম […]
উযূর ভেতর চমকানোর স্থানগুলো বৃদ্ধিকরা মুস্তাহাব এবং উযূর অঙ্গগুলো ঠিকভাবে ধৌত করা।
১৪১. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি, কিয়ামাতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় আহ্বান করা হইবে যে, উযূর প্রভাবে তাহাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকিবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে। […]