৪২৩. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি নাবী [সাঃআঃ] এর সঙ্গে যুহরের পুর্বে দু রাকআত, যুহরের পর দুরাকআত, মাগরিবের পর দুরাকআত, ইশার পর দুরাকআত এবং জুমুআহ্র পর দুরাকআত সলাত আদায় করছি। তবে মাগরিব ও ইশার পরের সলাত তিনি তাহাঁর ঘরে আদায় করিতেন। ইবনি উমার [রাদি.] আরও বলেন, আমার […]
ফাজ্রের দু রাকআত সলাত মুস্তাহাব এবং তার প্রতি উৎসাহ প্রদান।
৪১৯. হাফসা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, যখন মুআয্যিন সুব্হে সাদিকের প্রতীক্ষায় থাকত [ও আযান দিত] এবং ভোর স্পষ্ট হতোথ- জামাআত দাঁড়ানোর পূর্বে আল্লাহর রসূল [সাঃআঃ] সংক্ষেপে দুরাকআত সলাত আদায় করে নিতেন। [বোখারী পর্ব ১০ : /১২ হাঃ ৬১৮, মুসলিম ৬/১৪, হাঃ ৭২৩] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস […]
চাশতের সলাত মুস্তাহাব এবং তার সর্বনিম্ন পরিমাণ দু রাকআত। সর্বোচ্চ পরিমাণ আট রাকআত, মধ্যম পরিমাণ চার বা ছয় রাকআত এবং এই সলাত সংরক্ষণের প্রতি উৎসাহ প্রদান।
৪১৬. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] যে আমাল করা পছন্দ করিতেন, সে আমাল কোন কোন সময় এ আশঙ্কায় ছেড়েও দিতেন যে, সে আমাল করিতে থাকিবে, ফলে তাহাদের উপর তা ফার্য হয়ে যাবে। আল্লাহর রসূল [সাঃআঃ] চাশ্তের সলাত আদায় করেননি। আমি সে সলাত আদায় করি । [বোখারী […]
সফর থেকে প্রত্যাবর্তন করে প্রথমে মাসজিদে দু রাকআত সলাত আদায় করা মুস্তাহাব।
৪১৫. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি. হইতে বর্ণিতঃ তিনি বলেন, এক যুদ্ধে আমি নাবী [সাঃআঃ]-এর সঙ্গে ছিলাম। আমার উটটি অত্যন্ত ধীরে চলছিল বরং চলতে অক্ষম হয়ে পড়েছিল। এমতাবস্থায় নাবী [সাঃআঃ] আমার কাছে এলেন এবং বলিলেন, জাবির? আমি বললাম, জী। তিনি জিজ্ঞেস করিলেন, তোমার অবস্থা কী? আমি বললাম, আমার উট আমাকে নিয়ে […]
তাহিয়াতুল মাসজিদ দু রাকআত আদায় করা বাঞ্ছনীয় এবং তা আদায়ের পূর্বে বসা অপছন্দনীয় এবং যে কোন সময় তা পড়া বৈধ।
৪১৪. আবু কাতাদাহ্ সালামী [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দুরাকআত সলাত আদায় করে নেয়। [বোখারী পর্ব ৮ : /৬০ হাঃ ৪৪৪, মুসলিম ৬/১০, হাঃ ৭১৪] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
ইক্বামাত আরম্ভ হওয়ার পর নফল সলাত আরম্ভ করা অপছন্দনীয়।
৪১৩. আবদুল্লাহ্ ইবনি মালিক ইবনি বুহাইনাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন। অন্য সূত্রে ঈমাম বোখারী [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আবদুর রহমান [রহমাতুল্লাহি আলাইহি]….হাফ্স ইবনি আসিম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিত। তিনি বলেন, আমি মালিক ইবনি বুহাইনা নামক আয্দ গোত্রীয় এক ব্যক্তিকে বলিতে শুনিয়াছি যে, রসুলুল্লাহ্ […]
সলাত শেষে ডান ও বাম উভয় দিক দিয়েই মুখ ফিরিয়ে বসা বৈধ।
৪১২. আসওয়াদ [রাদি.] হইতে বর্ণিতঃ বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ্ [ইবনি মাসউদ] [রাদি.] বলেছেন, তোমাদের কেউ যেন স্বীয় সলাতের কোন কিছু শয়তানের জন্য না করে। তা হল, শুধুমাত্র ডান দিকে ফিরা আবশ্যক মনে করা। আমি নাবী [সাঃআঃ]-কে অধিকাংশ সময়ই বাম দিকে ফিরতে দেখেছি। *ইকামত হয়ে গেলে কোন নাফল সলাত আদায় করা […]
বাড়িতে অবস্থানকালে দু সলাত একত্রে আদায়।
৪১১. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সঙ্গে আট রাকআত একত্রে [যুহ্র ও আসরের] এবং সাত রাকআত একত্রে [মাগরিব-ইশার] সলাত আদায় করেছি। [তাই সে ক্ষেত্রে যুহ্র ও মাগরিবের পর সুন্নাত আদায় করা হয়নি।] আমর [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি বললাম, হে আবুশ্ শাসা! আমার ধারণা, তিনি […]
সফরে দু সলাত একত্রে আদায় বৈধ।
৪০৯. আব্দুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রসুল [সাঃআঃ]কে দেখেছি সফরে ব্যস্ততার কারণে তিনি মাগরিবের সলাত বিলম্বিত করিয়াছেন, এমনকি মাগরিব ও ইশার সলাত একত্রে আদায় করিয়াছেন। অপর এক সূত্রে সালিম [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, ইবনি উমার [রাদি.] মুযদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করিতেন। সালিম [রহমাতুল্লাহি […]
সফরে যানবাহনের উপর নফল সলাত বৈধ মুখ যে দিকেই থাক।
৪০৬, ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] সফরে ফার্য সলাত ব্যতীত তাহাঁর সওয়ারী হইতেই ইঙ্গিতে রাতের সলাত আদায় করিতেন। সওয়ারী যে দিকেই ফিরুক না কেন, আর তিনি বাহনের উপরেই বিত্র আদায় করিতেন। [বোখারী পর্ব ১৪ : /৬ হাঃ ১০০০ মুসলিম ৬/৪ হাঃ ৭০০] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির […]