১৩৫৮. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে ডান দিক থেকে আরম্ভ করে, আর যখন খোলে তখন সে যেন বাম দিকে আরম্ভ করে, যাতে পরার বেলায় উভয় পায়ের মধ্যে ডান পা প্রথমে হয় এবং খোলার সময় শেষে হয়। [বোখারী পর্ব ৭৭ […]
আংটি ছুঁড়ে ফেলে দেয়া।
১৩৫৭. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি একদিন রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর হাতে রূপার একটি আংটি দেখেছেন। তারপর লোকেরাও রূপার আংটি তৈরি করে এবং ব্যবহার করে। রাসূলুল্লাহ [সাঃ] পরে তাহাঁর আংটি পরিহার করেন। লোকেরাও তাহাদের আংটি পরিহার করে। [বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৪৭ হাদীস নং ৫৮৬৮; মুসলিম ৩৭/১৪, হাঃ ২০৯৩] অলঙ্কার […]
নাবী (সাঃ)-এর আংটি পরিধান করা, যখন তিনি অনারবদের নিকট পত্র লেখার ইচ্ছে করিলেন।
১৩৫৬. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] একখানা পত্র লিখলেন অথবা একখানা পত্র লিখতে ইচ্ছে পোষণ করিলেন। তখন তাঁকে বলা হল, তারা [রোমবাসী ও অনারবরা] সীলমোহর ব্যতীত কোন পত্র পাঠ করেনা। অতঃপর তিনি রূপার একটি আংটি [মোহর] তৈরি করিয়ে নিলেন যাতে খোদিত ছিল [মুহাম্মাদুর রাসূলুল্লাহ]। আমি […]
মুহাম্মাদ (সাঃ) রৌপ্যের আংটি পরিধান করেছিলেন যাতে খোদাই করা ছিল মুহাম্মাদ রাসূলুল্লাহ। তার পরে তাহাঁর খালীফাগণ সেটা পরিধান করেছিলেন।
১৩৫৪. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেনঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] রূপার একটি আংটি তৈরী করেন। সেটি তাহাঁর হাতে ছিল। এরপর তা আবু বকর [রাদি.] -এর হাতে আসে। পরে তা উমার [রাদি.]-এর হাতে আসে। এরপর তা উসমান [রাদি.]-এর হাতে আসে। শেষকালে তা আরীস নামক এক কূপের মধ্যে পড়ে যায়। তাতে অঙ্কিত […]
স্বর্ণের আংটি ছুঁড়ে ফেলে দেয়া।
১৩৫২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃ] স্বর্ণের আংটি ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন। [বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৪৫ হাদীস নং ৫৮৬৪; মুসলিম ৩৭/১১, হাঃ ২০৮৯] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ১৩৫৩. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ্ [সাঃ] একটি স্বর্ণের আংটি তৈরি করালেন এবং তিনি তা পরিধান করিতেন। […]
পোষাকের পারিপাট্যে অতি উৎফুল্ল হয়ে গর্বভরে চলার নিষিদ্ধতা।
১৩৫১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] তথা আবুল কাসিম বলেছেনঃ এক ব্যক্তি আকর্ষণীয় জোড়া কাপড় পরিধান করতঃ চুল আঁচড়াতে আঁচড়াতে পথ অতিক্রম করছিল; হঠাৎ আল্লাহ তাকে মাটির নীচে ধ্বসিয়ে দেন। ক্বিয়ামাত অবধি সে এভাবে ধ্বসে যেতে থাকিবে। {বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৫ হাদীস নং ৫৭৮৯, মুসলিম ৩৭/১০ হাঃ […]
অহঙ্কার করে কাপড় ছেচড়ানো হারাম এবং কাপড় কতটুকু লটকানো জায়িয এবং এর মুস্তাহাব বিধান কী?
১৩৪৯. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ সে ব্যক্তির দিকে [রহমতের দৃষ্টিতে] তাকাবেন না, যে অহঙ্কারের সাথে তার [পরিধেয়] পোশাক টেনে চলে। [বোখারী পর্ব ৭৭ অধ্যায় ১ হাদীস নং ৫৭৮৩; মুসলিম ৩৭/৮, হাঃ ২০৮৫] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ১৩৫০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ […]
কার্পেট ব্যবহার করা বৈধ।
১৩৪৮. জাবির [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] জিজ্ঞেস করিলেন, তোমাদের নিকট আনমাত [গালিচার কার্পেট] আছে কি? আমি বললাম আমরা তা পাব কোথায়? তিনি বলিলেন, শীঘ্রই তোমরা আনমাত লাভ করিবে। তখন আমি আমার স্ত্রীকে বলি, আমার বিছানা হইতে এটা সরিয়ে দাও। তখন সে বলিল, নাবী [সাঃআঃ] কি বলেননি যে, শীঘ্রই তোমরা […]
পোষাকে বিনয়ী হওয়া শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক মোটা কাপড়কে যথেষ্ট মনে করা, কম মূল্যের পোষাক, কম্বল, বিছানা ব্যবহার করা, উটের লোম থেকে তৈরি কাপড় আর তাতে যা উপাদেয় পাওয়া যায় তা ব্যবহার করা বৈধ।
১৩৪৭. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] তাহাঁর চাদর গায়ে দিয়ে সলাত আদায় করিলেন। চাদরটি ছিল কারুকার্য খচিত। তিনি কারুকার্যের দিকে এক দৃষ্টিতে তাকালেন, তারপর সালাম ফিরিয়ে বললেনঃএ চাদরটি আবু জাহমের কাছে নিয়ে যাও। কারণ, এখনই তা আমাকে সলাত থেকে অন্যমনস্ক করে দিয়েছে। আর আবু জাহম ইবনি হুযাইসলামিক […]
হিবরা কাপড় পরিধানের মর্যাদা।
১৩৪৬ . ক্বাতাদাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি আনাস [রাদি.]-কে জিজ্ঞেস করলামঃ কোন্ জাতীয় কাপড় রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট অধিক প্রিয় ছিল? তিনি বললেনঃ হিবারা-ইয়ামনী চাদর। [বোখারী পর্ব ৭৭ অধ্যায় ১৮ হাদীস নং ৫৮১২; মুসলিম ৩৭/৫, হাঃ ২০৭৯] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস